উত্তরদিনাজপুর

গ্রামে গ্রামে তৈরি হচ্ছে প্রধান মন্ত্রী আবাস যোজনার ঘড়

শহরের পর এবারে গ্রামের লোকদের পাকা ঘড়ে নিয়ে আসতে গ্রামে গ্রামে শুরু হয়েছে প্রধান মন্ত্রী আবাস যোজনার ঘড় নির্মানের কাজ। সেই মতে  প্রধান মন্ত্রী আবাস প্রকল্পে গ্রামীন মানুষদের সচেতনতা বাড়াতে আসরে নামলো উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লক প্রশাসন । কালিয়াগঞ্জ ৪ নাম্বার বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় ও ব্লক প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার দুপুরে সচেতনতা শিবির অনুষ্ঠিত হল প্রধান মন্ত্রী আবাস প্রকল্পের উপভোক্তাদের নিয়ে। এদিন দুপুরে বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত ভবনে এই শিবির শুরু হয়। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জের বিডিও মহম্মদ জাকারিয়া, গ্রাম পঞ্চায়েতের প্রধান মানিক সরকার সহ অন্যানরা । এদিনের শিবিরের হাজির উপভোক্তাদের  উদ্দেশে কালিয়াগঞ্জের বিডিও মহম্মদ জাকারিয়া জানান প্রধান মন্ত্রী আবাস যোজনার ঘড় গ্রামের লোকদের দেওয়া হচ্ছে, তাদের  ১ লক্ষ ২০ হাজার টাকার এই প্রকল্পের পাকা ঘড় নির্মানের মোট টাকা মিলবে কিস্তিতে ।